অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল।
শনিবার বিকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে বহনকারী মাইক্রোবাসটিকে একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি ও তার সহযাত্রীরা।
এ ঘটনায় বাসটি জব্দ করাসহ বাস চালক আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। চালক আনোয়ার হোসেন রাজশাহী কোর্ট রায়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
বনপাড়া পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান, শনিবার বিকালে চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে কদিমচিলানে আরেকটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় যশোর থেকে রাজশাহীগামী একটি বাসটি তাকে বহনকারী মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও তিনিসহ তার সঙ্গে থাকা সহযাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চালকসহ বাসটি জব্দ করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন