বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। বাংলা নববর্ষ ১৪২৬ এর প্রথম দিন রবিবার বেলা সাড়ে ৮টায় একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা চেয়ারম্যান অ্যাড শাহ-ই-আলম বাচ্চু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান র্যালিতে নেতৃত্ব দেন।
সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, কর্মচারী ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান র্যালিতে অংশগ্রহণ করে।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য পান্তা ভাত, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বিভিন্ন ধরণের গ্রামীণ খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম