চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।
রবিবার সকাল ৮টায় ডিসি অফিস চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দিনব্যাপী শিশু মেলায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, ৫৯বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতি-সংগঠন এবং এনজিও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
এদিকে বাংলা নববর্ষের অনুষ্ঠান ঘিরে আইনশৃংখলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।
বিডি প্রতিদিন/কালাম