টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। শহরের পৌর উদ্যানে ৭ দিন যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে শহরের ডিসট্রিক গেইট এলাকা থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়।
র্যালি শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সাতদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।
এছাড়াও দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা, কাবাডি খেলা ও রাতে সংযাত্রাসহ নানা কর্মসূচি রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল