বাংলা নববর্ষকে বরণ করতে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রবিবার সকাল ৮টায় শহরের চাঁনমারি মাঠ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পুলিশ সুপার মাহবুবুর রহমান।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে মিলিত হয়। সেখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৬টায় সাংস্কৃতিক সংগঠন মুকুল ফৌজের আয়োজনে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়।
পরে সকাল ৯টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলার কয়েকটি সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/কালাম