বাংলা নতুন বছর ১৪২৬ বরণে সারাদেশের মতো নওগাঁতেও ছিল বর্নাঢ্য আয়োজন।
রবিবার সকালে শুরুতেই জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি জিলা স্কুল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন সদর আসনের এমপি নিজাম উদ্দিন জলিল জন।
এ সময় জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ প্রসাশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও র্যালিতে জেলা শিল্পকলা একাডেমি বরেন্দ্র রেডিও জেলা কেডি সরকারি স্কুল নওগাঁ জিলা স্কুলসহ শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বর্ণিল ব্যানার ফেস্টুন ও বাহারি সাজে র্যালিতে অংশ নেন।
বিডি প্রতিদিন/কালাম