নেত্রকোনায় বর্ষবরণে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে শহরে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় নিজ নিজ ব্যানারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
রবিবার সকাল সাড়ে ৯ টায় শহরের মোক্তারপাড়া কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এসময় শোভাযাত্রায় নেতৃত্ব দেন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
অন্যানের মধ্যে পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন সংগঠনের মধ্যে মিতালি সংঘ ময়ুর, হাতি ঘোরা নিয়ে সম্মিলিত শোভযাত্রায় অংশ নেয়।
এছাড়াও সরকারি মহিলা কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের ছোট বড় সকলেই মুখোশ, ফেস্টুনসহ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে।
এর আগে কালেক্টরেট প্রাঙ্গণের মুক্তমনা মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণে বিভিন্ন সংগঠনের ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কঁচিকাঁচা বিদ্যানিকেতন প্রাঙ্গণ, মোক্তারপাড়া মাঠ, উকিলপাড়া শিশুপার্ক, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ ও সরকারি কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে মেলা বসেছে।
বিডি প্রতিদিন/কালাম