লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নানা আয়োজনে চলছে বর্ষবরণ।
বাংলা নববর্ষ ১৪২৬ এর প্রথম দিন রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, বর্তমান চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায় র্যালিতে নেতৃত্ব দেন।
সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী র্যালিতে অংশগ্রহণ করেন।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য পান্তা ভাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের গ্রামীণ খেলা ও মেলার এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো দিবসটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো মঙ্গল শোভাযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা।
বিডি প্রতিদিন/কালাম