মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার এমপি, জেলা প্রশাসক মো. আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানসহ সরকারি বে-সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে বাংলার ঐতিহ্যবাহি মুড়ি ও বাতাসা দিয়ে আপ্যায়ন করা হয়।
এছাড়া জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করে নেওয়া হয়। পয়লা বৈশাখ পালনে জেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, গরুর গাড়ির র্যালি, নানা গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল