বাংলা নববর্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পৃথকভাবে মঙ্গল শোভাযাত্রা বের করে। সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বৈশাখি মেলা, ঘুড়ি উড়ানো, লাঠি খেলা, কাবাডি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বিডি প্রতিদিন/হিমেল