লক্ষ্মীপুরে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন সর্বস্তরের মানুষ। রবিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে ঐতিহ্যবাহী ছড়ই খেলা ও পালকি সাজ শোভা পায়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার পান্তা রুই পরিবেশন করা হয়। এরপর ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ড.মোস্তফা খালেদ আহমদ, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মেলায় মাটির তৈরী নানা ধরণের খেলনা সামগ্রীসহ বিভিন্ন পন্যের সমাহার নিয়ে শতাধিক স্টল বসে।
বিডি প্রতিদিন/হিমেল