ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। দিনটি উদযাপনে রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে লোকনাথ দিঘীর টেংকের পাড় থেকে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্ক সংলগ্ন ডিসি মেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।
এদিকে জেলার কসবায় আনন্দঘন পরিবেশে নানা আয়োজনে উদযাপিত হলো বাঙালী সংস্কৃতির প্রানের উৎসব পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনের মধ্যে ছিলো পান্তা ভাত, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.জাহাংগীর হোসেন, উপজেলা আ’লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল