আগামী সুন্দর স্বপ্নের প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নানা আয়োজনে শরীয়তপুরে বাংলা ১৪২৬ বর্ষকে বরণ করা হয়েছে। আজ সকাল ৯টায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা একটি মঙ্গল শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পড়ে এক সাংকৃতিক ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক।
এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুল মোমেন। এর আগে সকাল সাড়ে ৮টায় শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বাঙ্গালী সংস্কৃতিকে ধারণ করে নানা সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভা মেলা চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে ফিতা কেটে তিন দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্যদিয়ে নববর্ষকে বরণ করা হয়। এ উপলক্ষ্যে তিন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল