কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়াপাড়ার সাহাব মিয়ার বাগানের পেছন থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তিন জন হলেন, ওই এলাকার এজাহার মিয়ার ছেলে মো. ইউনুছ (২৫), নুরুল ইসলামের ছেলে নুর কামাল (২৪) ও আবদুর করিমের ছেলে সেলিম উদ্দিন প্রকাশ সলিম (২২)।
এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার রাতে মহেশখালীয়া পাড়া এলাকায় একদল ইয়াবা ব্যবসায়ী অবস্থান করার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন