যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আকাশ সংস্কৃতির আগ্রাসনে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য হারাচ্ছে। বংশানুক্রমে হাজার বছর ধরে বাঙালি জাতি তাদের কৃষ্টি কালচার ঐতিহ্য দেশীয় লোক উৎসবের মাধ্যমে ধরে রেখেছে।
রবিবার ভোলার চরফ্যাশন স্টোডিয়ামে ৬দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, পৃথিবীর যে প্রান্তেই থাকি আমাদের পরিচয় আমরা বাঙালি। আমাদের এই দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি শিল্পকে উৎসবের মাধ্যমে ধরে রাখাই হবে বাঙালির নৈতিক দায়িত্ব। বৈশাখী মেলা হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতি বছরের ন্যায় বৈশাখী মেলার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৯/মাহবুব