বৈশাখের আনন্দের মাঝেও আগুনে পুড়িয়ে ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে ভয়েজ অফ রাইটস, সিরাজগঞ্জ ইউনিটের সদস্যরা।
রবিবার বিকেলে শহরের ক্রসবার বাঁধে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। যমুনার তীরে বৈশাখের আনন্দ উপভোগ করতে আসা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় ভয়েজ অফ রাইটসের পরিচালক রজব আলীসহ সকলেই নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। যাতে ভবিষ্যতে অন্যকেউ এমন নৃশংস ঘটনা ঘটাতে সাহস না দেখায়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৯/মাহবুব