প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি এবং দেশ-বিদেশে চায়ের রাজধানী বলে খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে এবার পর্যটকদের বিনোদনের জন্য রাস্তায় নেমেছে ঘোড়ার গাড়ি ‘মহারাজা এক্সপ্রেস’।
রবিবার পহেলা বৈশাখ থেকে ‘মহারাজা এক্সপ্রেস’ এর যাত্রা শুরু হয়েছে। সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়ার মধ্যে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা যায়, সপ্তরথী পরিবারের উদ্যোগে এই ঘোড়ার গাড়ি বের করা হয়েছে। শহরের সাতজন পর্যটক ব্যবসায়ী এক হয়ে এই গাড়িটি তৈরি করেছেন। এতে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। এর নাম দেয়া হয়েছে ‘মহারাজা এক্সপ্রেস’। প্রতিদিন শহরের বধ্যভূমি-৭১’র সামনে গাটিটি দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে ভ্রমণ পিপাসুদের নিয়ে নীলকণ্ঠ চা কেবিন (সাত কালারের চা) পর্যন্ত যাবে।
এই গাড়িতে এক সঙ্গে দশজন বসতে পারবেন। প্রাপ্তবয়স্তদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে একশ টাকা করে। আর দশ বছর পর্যন্ত শিশুদের জন্য ৫০ টাকা করে।
ট্যুরিস্ট গাইড তাপস দাশ বলেন, শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে এটি একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে এই শহরে আসা পর্যটকরা বাড়তি আনন্দ পাবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন