পয়লা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষীকে (বিএসএফ) ফুল ও মিষ্টি উপহার দিয়ে নবর্বষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রবিবার সকাল ১০ টায় হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি সিপি বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. জিল্লুর রহমান ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ১২টি মিষ্টির প্যাকেট তুলে দেন ভারতের হিলি বিএসএফ’র কোম্পানি কমান্ডার এসআই সংগ্রাম ও এস চক্রবর্তীর হাতে।
বিজিবির ক্যাম্প কমান্ডার জিল্লুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকেন। তাই দুই দেশের সীমান্তরক্ষীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অটুট রাখতে বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে বিজিবি ও বিএসএফ শুভেচ্ছা বিনিময় করে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন