ঝালকাঠিতে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎধীন রয়েছে।
শনিবার বিকেলে জেলা সদরের আগড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী বখাটে রাব্বির বিরুদ্ধে রবিবার দুপুরে শিশুটির পরিবার ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।
পরিবারের লোকজন জানান, বিকেলে শিশুটি নিজেদের বাড়ির পাশে উঠোনে খেলা করছিল। এসময় প্রতিবেশী বখাটে রাব্বি ওই শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরে লোকজন না থাকায় শিশুটিকে যৌন নিপীড়ন করে রাব্বি। এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে বখাটে রাব্বি পালিয়ে যায়।
ঝালকাঠি সদর থানার ওসি অপারেশন আবুল কালমা আজাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে যৌন নিপীড়ন করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। হাসপাতালে চিকিৎসা দিয়ে ডাক্তারী পরীক্ষা চলছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত বখাটে রাব্বি পলাতক।
এঘটনায় ধর্ষণের ধারায় রাব্বিকে আসামি করে শিশুটির মা ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাব্বিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন