মানব প্রজাতির অস্তিত্ব রক্ষায় জলবায়ু সংকট দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন আশুগঞ্জের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আশুগঞ্জের জলবায়ু আন্দোলনের উদ্যোক্তা মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, উপজেলা সুজনের সভাপতি হাজী মিজানুর রহমান, আবহাওয়া অধিদফতরে কর্মকর্তা আনোয়ার হোসেন, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, শিক্ষার্থী দিদারুল আলম রাফি, সুমাইয়া আফরুজ মীম প্রমুখ।
এসময় বক্তরা বলেন, খুব দ্রুত যদি জলবায়ু সমস্যা সমাধান না করা হয়, তবে পৃথিবী থেকে শুধু মানবজাতি নয়, জীবজগতই ধ্বংস হয়ে যাবে।
বিডি প্রতিদিন/কালাম