নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উপজেলার গন্ধবপুর নুরুল হক মার্কেট ও রূপসী কলাবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন জানান, উপজেলার গন্ধবপুর এলাকার আলম ও রূপসী কলাবাগান এলাকার পল্লী চিকিৎসক সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আলম ও ১০০ পিস ইয়াবাসহ সোহেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলম গন্ধবপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে ও সোহেল কুমিল্লার মুরাদনগর এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার