১৮ এপ্রিল, ২০১৯ ১৬:০৪

সিংড়ায় স্কুলের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি:

সিংড়ায় স্কুলের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের সিংড়ায় স্কুলের জায়গা দখলের প্রতিবাদে, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালোর ইউনিয়নের মাঝগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অসিম কুমার মুকুটমনি, স্থানীয় ইউপি সদস্য মামুনের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। 

মানববন্ধনে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন সাবেক ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সামসুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, স্থানীয় বিষ্ণুপদ সরকার প্রমুখ। 

এসময় বক্তারা স্কুলের জায়গা দখলের অভিযোগ তুলেন স্কুলের সভাপতি অসিম কুমার মুকুটমনির বিরুদ্ধে। তারা বলেন, স্কুলের সভাপতির দায়িত্ব পালন করতে করতে অসিম কুমার মুকুটমনি হঠাৎ ভুয়া দলিল বের করে বলছে এটা তার জায়গা। তার এ কাজে সহযোগিতা করছেন স্থানীয় ইউপি সদস্য মামুন, তারা এসবের প্রতিবাদ করায় তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন স্কুলের সভাপতি। 
সভাপতির পদত্যাগ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর