ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক পিকেএম এনামুল করিম জানান ইসলামী আরবী মাদ্রাসা বৃহস্পতিবার এই মাদ্রাসার পরিচালনা কমিটি ভেঙে দিয়েছেন। এর আগে নুসরাত হত্যা মামলায় এই মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিক সদস্যের জড়িত থাকার কথা উঠে এসেছে।
এদিকে নুসরাত জাহান হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দ্যৌলার বিরুদ্ধে নারী ক্যালেঙ্কারি, টাকা আত্মসাৎ, বলৎকার, মাদ্রাসায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চ নুসরাতকে শ্লীলতাহনীর পর নুসরাতের মায়ের করা মামলায় পুলিশ তাকে ওই দিনই গ্রেফতার করে।
পরবর্তীতে গত ৬ এপ্রিল নুসরাত পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা কেন্দ্রের ছাদেই দুর্বৃত্তরা তাকে গায়ে কেরসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। দীর্ঘ ৫দিন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নুসরাত ১০ এপ্রিল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিডি প্রতিদিন/হিমেল