বাগেরহাটে কৃষকলীগ নেতার উপর হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ইলয়াস হোসেন ছুটুল, কৃষক লীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল আলম, মুক্তিযোদ্ধা আমীর আলী, আহত কৃষক লীগ নেতা আনোয়ার শেখের ছেলে শেখ রাজিউল ইসলাম সাগর, স্ত্রী কহিনুর বেগম, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামের আকবর আলী ওয়াকফ স্টেট-এর জমি থেকে জোরপূর্বক মাছ ধরে নেওয়ার প্রতিবাদ করায় সোমবার রাতে সদর উপজেলা কৃষক লীগের সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার শেখকে (৫৩) হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকালে হামলাকারী তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন আহতের ছেলে রাজিউল ইসলাম। এর পরেও হামলাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।
হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        