২৩ এপ্রিল, ২০১৯ ২০:২৮

নোয়াখালীতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসন কল্পে মাইজদী প্রধান সড়কের পাশে খালের উপর দীর্ঘদিনের অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া উচ্ছেদ অভিযান শুরু করেন।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রথমদিনে মোবাইল কোর্টের মাধ্যমে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা পুলিশ, নোয়াখালী পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ সহ বিভিন্ন বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া বলেন, নোয়াখালীতে খালের উপর মোট ৩ হাজার ৯৫৫ টি অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১১২ টি স্থাপনা। আগামী তিনদিন এ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বাকী অবৈধ দখলদারদের ও তালিকা করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর