তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে। মহেশপুর থানার ওসি মো. রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের খাস জমিতে কয়েকটি পরিবার ঘর তুলে বসবাস করছে। নিহত আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন প্রতিবেশী আব্দুল মজিদের ঘরের সঙ্গে লাগোয়া জমিতে খড়ের বিচালী পালা দেয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই ঘটনা নিয়ে প্রতিবেশী আলমগীর ও মজিদের মধ্যে কথা কাটা-কাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে আলমগীর হোসেন নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং প্রতিবেশী আব্দুল মজিদ ও সাহেব আলীকে আটক করে।
বিডি-প্রতিদিন/শফিক