নাটোরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি গুদাম, ৩টি দোকান ও ৬টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় শহরের স্টেশন বাজার রেলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী শামসুর রহমান ও জুয়েল হোসেনের ১টি, নাসির উদ্দীনের ২টি ও কালু মিয়ার ১টি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এসব গুদামে আম বাজারজাতকরণের জন্য প্লাস্টিকের ক্যারেট (ঝুড়ি) ও কাগজের কার্টুন মজুদ ছিল। এছাড়া গুদাম সংলগ্ন ৬টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আসাদুজ্জামান জানান, রেলস্টেশন সংলগ্ন ওই এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি গুদামে রাখা কার্টুন ও গুদামসংলগ্ন ৪টি বাড়িতে আগুন লেখে ভস্মীভূত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত গুদাম মালিক জুয়েল রানা ও কালু মিয়া জানান, গুদামগুলোতে আম বাজারজাতকরণের উপকরণ রাখা ছিল যা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম