পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়ার পর লিটন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। লিটন উত্তরখান চামুরখান এলাকায় একটি কারখানায় সহকারী হিসেবে চাকরি করতেন।
জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টায় নাইট ডিউটি শেষে বাসায় ফেরার পথে তুরাগ নদীর থেকে ৩০০ ফুট দূরে একটি দোকানে বসেছিলেন লিটন। হঠাৎ উত্তরখান থানা পুলিশকে দেখে লিটন দৌড়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় পুলিশও তার পিছু নেয়। পরে পুলিশের হাত থেকে বাঁচার জন্য উত্তরখান রাজাবাড়ি তুরাগ নদী ঘাট থেকে ২০০ গজ পূর্বে তুরাগ নদীতে ঝাঁপ দেয় লিটন। কিন্তু পরে সাঁতরে তীরে উঠতে পারেননি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করতে পারেনি।
আজ শুক্রবার সকালে টঙ্গী নদী বন্দর এলাকায় লিটনের ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করেন এবং লাশ উদ্ধার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসেন।
টঙ্গী পূর্ব থানা পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, নিহতের পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো প্রায় ১’শ গ্রাম গাঁজা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে মাদকাসক্ত। যার কারণেই পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল।
এ ব্যাপারে উত্তরখান থানার ওসি হেলাল বলেন, পুলিশকে দেখে সে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়, আমরা অনেক খোঁজাখুজি করে তাকে পাইনি।
বিডি প্রতিদিন/ফারজানা