২০ মে, ২০১৯ ১৪:৫৪

বরিশালে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

বরিশালে মাঠ পর্যায়ের কৃষকের কাছ থেকে খাদ্য অধিদপ্তরের ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলায় ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। 

প্রথম দিন ২৬ টাকা কেজি দরে দুই জন কৃষকের কাছ থেকে ৩ টন করে মোট ৬ টন ধান সংগ্রহ করা হয়। বাজারে প্রতি মণ ধান ৫শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হলেও সরকারের কাছে ১ হাজার ৪০ টাকা দরে ধান বিক্রি করতে পেরে আনন্দিত কৃষকরা। 

এবার সদর উপজেলায় মোট ১৪১ টন ধান এবং ৩শ’ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় সংগ্রহ করা হবে ১ হাজার ৫শ’ ৮৭ টন ধান এবং ৪ হাজার ৪শ’ ৫১ টন চাল। প্রতি কেজি ধান ২৬ টাকা এবং প্রতি কেজি চাল সংগ্রহ করা হচ্ছে ৩৬ টাকা কেজি দরে । 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রকৃত কৃষকদের তালিকা করে কৃষি কার্ড দেওয়া হয়েছে। আগামী আগস্ট পর্যন্ত সরকারীভাবে ধান সংগ্রহ অভিযান চলবে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর