শিরোনাম
২২ মে, ২০১৯ ১৯:২৪

নাটোরে প্রান্তিক কৃষকের ধান ক্রয় শুরু

নাটোর প্রতিনিধি :

নাটোরে প্রান্তিক কৃষকের ধান ক্রয় শুরু

সংগৃহীত ছবি

নাটোরে সরকারি ভাবে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য বিভাগ ও জেলা প্রশাসন। রবিবার নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য ইউনিয়নেও ক্রয় কার্যক্রম চলবে। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, কাফুরিয়া ইউনিয়ন এলাকা থেকে প্রতি মণ এক হাজার ৪০ টাকা দরে মোট ১৬ মেট্রিকটন ধান ক্রয় করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর