Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ জুন, ২০১৯ ১৫:২৬

গুরুদাসপুরে পায়রা পালক সমিতির র‌্যালি

নাটোর প্রতিনিধি:

গুরুদাসপুরে পায়রা পালক সমিতির র‌্যালি

''হিংসা-বিভেদ নয়, পায়রা হোক শান্তির প্রতীক'' স্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে পালিত হয়েছে কবুতর দিবস। বৃহস্পতিবার বেলা ১০টায় গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় পায়রা পালক সমিতি দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। 

পায়রা পালক সমিতির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পায়রা পালক সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. জারজিস, প্রভাষক মহিউদ্দিন, অধ্যক্ষ ইয়াকুব আলী, লতিফ মুন্সী প্রমুখ। 

উল্লেখ্য, ‘ঈযবৎ অসর’ নামের একটি কবুতরের স্মরণে প্রতি বছরের ১৩ জুন দিবসটি পালিত হয় বলে জানা গেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য