Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৩ জুন, ২০১৯ ১৭:২৯

কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বঙ্গোপসাগর থেকে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। লাশটি সৈকতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সৈকত এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশের ধারণা লাশটি কোনো জেলের হতে পারে। তবে লাশটির পরনে ছিল হাফ প্যান্ট ও গায়ে টি-শার্ট বলে জানা গেছে। মহিপুর থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুল আলম জানান, জেলেদের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটির নাম-পরিচয় জানা যায়নি।

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য