১৮ জুন, ২০১৯ ১৭:৩১

পূর্বধলায় দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে আহত ২

নেত্রকোনা প্রতিনিধি:

পূর্বধলায় দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতিতে আহত ২

অবশেষে প্রথম ধাপে স্থগিত হওয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে বিভিন্ন কারণে দুজন আটক হয়েছেন। এছাড়া দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় দু'জন আহত হয়েছে। 

জানা গেছে, উপজেলার কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া বুথকক্ষের ছবি তোলায় দেলোয়ার হোসেন নামের সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া শেহলা মাদ্রসা সেন্টারে বুথকক্ষে ঢুকে ভোটারকে প্রভাবিত করার দায়ে মোতালেব নামের একজন আটক হয়। 

অন্যদিকে তেনুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রাথীর সমর্থকের মধ্যে হাতাহাতির ঘটনায় জাহাঙ্গীর এবং স্বপন নামের দুজন গুরুতর আহত হন। 
এছাড়া সকাল ৯টা থেকে উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ৫শ' ৬২টি ভোট কক্ষে একযুগে শুরু হয় ভোটগ্রহণ।
 
নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫শত ৫৮ জন। 

এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি-পুলিশসহ অতিরিক্ত মোবাইল টিম মাঠে রয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। 

উল্লেখ্য, গত ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা নির্বাচনে নেত্রকোনার ৯ টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থকালেও আচরণবিধি লঙ্ঘন, মামলা হামলায় উত্তেজিত পরিবেশ থাকার ফলে ৮ মার্চ পূর্বধলা উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। 

পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণার পর আবারো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নেত্রকোনা-৫ আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে গত রবিবার মামলা দায়ের করে নির্বাচন কমিশন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর