১৯ জুন, ২০১৯ ১৭:৪০

ক্রিকেট খেলায় 'আউট' বলায় ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ক্রিকেট খেলায় 'আউট' বলায় ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা, যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের আনোয়ার হোসেন হত্যা মামলার রায়ে শ্যামল মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে শ্যামলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শাহ্ মোহাম্মদ জাকির হাসান আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ রহিমের সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজার উপজেলার বারোআনি মধ্যপাড়া গ্রামের মৃত. আ. রউফ মোল্লার ছেলে শ্যামল মোল্লা একই এলাকার জজ মিয়ার পরিত্যক্ত জমিতে স্থানীয় ছেলেদের সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১১ সালের ২৬ মার্চ ক্রিকেট খেলছিলেন। ওই খেলা দর্শক হিসেবে পাশে দাঁড়িয়ে দেখছিলেন একই এলাকার আনোয়ার হোসেন। 

খেলার এক পর্যায়ে শ্যামল মোল্লা আউট হয়ে গিয়ে ব্যাট হাতে মাঠে দাঁড়িয়ে থাকে। তখন মাঠের বাহির থেকে আনোয়ার হোসেন বলেন, “শ্যামল তুমি আউট হয়ে গিয়েছে। ব্যাট ছেড়ে দাও”। এ কথায় ক্ষিপ্ত হয়ে শ্যামল ব্যাট দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করে। এতে আশংকাজনক অবস্থায় আনোয়ারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে  হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ আনোয়ার হোসেন মারা যায়।

পাবিলিক প্রসিকিউটর আরও জানান, এ ঘটনায় আদালত ১১ জনের সাক্ষী গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর