২০ জুন, ২০১৯ ২১:৩০

বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এবার প্রথম রাউন্ডে জেলায় ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ২ হাজার ৭৮৬ কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়াতে সরকারি- বেসরকারি ভাবে কাজ করবে প্রায় ৬ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী।

আগামী ২২ জুন শনিবার বগুড়া পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে।

বৃহস্পতিবার বগুড়া জেলা সিভিল সার্জনের সভা কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন জেলা সিভিল সার্জন ডা. মো: গওসুল আজিম চৌধুরী। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: এহিয়া কামাল, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ সামির হোসেন মিশু। 

ভিটামিন এ ক্যাপসুল এর বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. তাসনীম আহাদ সুলতানা। কর্মশালায় বগুড়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর