বাথরুমের ফিটিংসের কাজ করে না দেয়ায় নীলফামারীতে জুয়েল রানা(২৩) নামে এক মিস্ত্রিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মারধোরের শিকার অপর মিস্ত্রি জুয়েলের ছোট ভাই মানিক হোসেন(২০) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত জুয়েল নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের শ্রীনাথ পুর্বপাড়া এলাকার মৃত. সুলতান আলীর ছেলে।
এদিকে হত্যাকারী দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে নীলফামারী-জলঢাকা সড়কের হাতিবান্ধা এলাকায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম মোমিন জানান, এটি একটি হত্যাকাণ্ড। সেদিনের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এটি হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করলেও সঠিক তদন্ত এবং বিচারের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়। আমরা আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছি। দ্রুত আসামিদের গ্রেফতার করা যাবে বলে জানান ওসি মোমিন।
স্থানীয়রা জানান, বিশমুড়ি এলাকার মৃত. অফদ্দি মামুদের ছেলে মহির উদ্দিন একজন দাদন ব্যবসায়ী। মাদকসহ বিভিন্ন মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন