টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশন কেন্দ্রীয় কমটির সভাপতি মোঃ গাউছ আলী খান ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাসের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধুর মাজার কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মোশারফ হোসেন, চট্রগ্রাম বিভাগের সভাপতি প্রবির শঙ্কর দাস, বরিশাল বিভাগের সভাপতি আলতাফ মাহমুদ, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় রায়।
পরে ঢাকা জেলা কৃষকলীগ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা জেলা কৃষকলীগের সভাপতি মিয়া আব্দুর রহিমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সে সময় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেক উজ্জামান আলেক, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসসহ জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন