প্রার্থী জালিয়াতি ঠেকাতে এবার কনস্টেবল নিয়োগে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করছে নাটোর জেলা পুলিশ। শনিবার সকাল থেকে কয়েক হাজার প্রার্থীর উপস্থিতিতে নাটোর পুলিশ লাইন্সে শুরু হয় কনস্টেবল নিয়োগ পদে প্রার্থী বাছাই।
এসময় পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে যারা নির্বাচিত হচ্ছে তাদের আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে। যাতে পরবর্তী সময় প্রার্থী বদল বা কোনো প্রকার জালিয়াতির সুযোগ না পায়। নাটোর থেকে এ পদ্ধতির সূচনা করা হলো বলে জানান পুলিশ সুপার।
পুরুষ-নারীসহ নাটোর জেলা থেকে এবার পুলিশ কনস্টেবল পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন