নীলফামারীতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংগীত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে ‘থার্ড আই’ এর আয়োজনে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌরঙ্গি মোড়, পাঁচ মাথার মোড় ও কালিতলা বাসটার্মিনালে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র চত্তরে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম ফারুক।
স্বাস্থ্য সম্মত জীবন যাপনের মাধ্যমে হৃদরোগ, ডায়াবেটিস, শ্বাসযন্ত্রের রোগ ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক ব্যধি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে সংগীত পরিবেশন করে রংপুর নাট্যকেন্দ্র।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন