দীর্ঘ তিন মাস লঞ্চ চলাচল বন্ধ থাকার পর রাঙামাটির তিন উপজেলায় আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। সম্প্রতি রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্থর নিচে নেমে যাওয়ার পর বন্ধ হয়ে যায় ৬টি উপজেলার লঞ্চ চলাচল। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে কাচালং নদীর পানি বৃদ্ধি হওয়ায় আবারও সচল হয়েছে রাঙমাটি-লংগদু-বরকল ও জুরাছড়ি নৌ-পথে লঞ্চ চলাচল। শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ লঞ্চ চলানো শুরু করার ঘোষণা দেন রাঙামাটি লঞ্চ মালিক সমিতি।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈনু উদ্দীন সেলিম বলেন, কাপ্তাই হ্রদের পানির স্থর কমে যাওয়ার কারণে নানিয়ারচর, বাঘাইছড়ি ও বিলইছড়ি উপজেলায় এখনো লঞ্চ সার্ভিস চালু করতে পারেনি। তবে এখন রাঙামাটি-বরকল, লংগদু ও জুরাছড়ি লঞ্চ চলাচল শুরু করা হয়েছে। পানি বৃদ্ধি পেলে বাকি উপজেলাগুলোতেও দ্রুত লঞ্চ চলাচল সচল হবে।
বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও জুরাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, শুস্ক মৌসুমে প্রতি বছর হ্রদের পানি শুকিয়ে গেলে বরকল ও জুরাইছড়ি দুই উপজেলার মানুষদের উপজেলা সদর থেকে ইউনিয়নে কিংবা জেলা সদরে যাতায়াত করতে অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করতে হয়। পানি শুকিয়ে যাওয়ায় লঞ্চ চলাচল করতে না পারায় গত আড়াই মাস ধরে এই দুই উপজেলার মানুষদের ছোট ছোট ট্রলার বোটে দ্বিগুণ/তিনগুণ ভাড়া গুণতে হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৯/মাহবুব