পাবনার সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি নামক স্থানে বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে পাবনা-নগরবাড়ি মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম সাজিদ (৩২), তিনি বেড়া উপজেলার রুপপুর গ্রামের ওহাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে পাবনা থেকে থেকে ছেড়ে আসা ঢাকামুখী শ্যামলী পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক মারা যান। এ সময় ট্রলিতে থাকা আরও ৩ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেন।
ঘটনাস্থলের গাঙ্গহাটী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৯/মাহবুব