“সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছর ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বর্ণাঢ্য র্যালি নানা কর্মসূচীতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি কল্যাণ মিত্র বড়ূয়া, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, যুব আওয়ামী লীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সদর উপজেলা যুব আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আজম, মহিলা আওয়ামী লীগের নেত্রী বাসুরী মারমাসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ