লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় রুপা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রুপা ওই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই রেললাইনে রুপা দাঁড়িয়েছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামি কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পরে যায়। পরে স্থানীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুত হাসপাতালে নিয়ে আসলে রুপা বেগমকে বাঁচানো যেত। মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়ে।
বিডি প্রতিদিন/হিমেল