নেত্রকোনায় ঘর থেকে শিশু চুরি করতে গিয়ে হাতে নাতে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে নেত্রকোনা মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, শুক্রবার বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা এলাকায় চাঁন মিয়ার এক বছরের শিশু সন্তান নিরবকে কোলে নিয়ে বের হয়ে যাওয়ার সময় নারীকে আটক করেন স্বজনরা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ঐ নারীকে আটক করে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল