১৭ জুলাই, ২০১৯ ১১:০৩

৯ দিন পর বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

৯ দিন পর বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক

টানা বর্ষণ ও সাঙ্গু নদীর নদীর পানি হ্রাস পাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পুনরায় চালু হয়েছে। ৯ দিন পর বুধবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক হয়। 

জানা যায়, চট্টগ্রাম-বান্দরবান সড়কপথের বডদুয়ারাসহ বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত ও অব্যাহত বর্ষণে গত ৮ জুলাই বান্দরবান-কেরানীহাট প্রধান সড়কের বাজালিয়া পয়েন্টে প্রধান সড়ক তলিয়ে গেলে চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজারসহ সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এতে থানচি উপজেলার বিভিন্ন এলাকায় ৩০ জনের অধিক পর্যটক আটকা পড়ে। সড়ক মেরামত করা হলে বুধবার সকাল থেকে সারাদেশের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর