২১ জুলাই, ২০১৯ ২২:০০

বগুড়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আটজন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আটজন হাসপাতালে

বগুড়ার শেরপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- শেরপুর উপ-শহরের সেকেন্দার আলী শেখের ছেলে মোতাহার হোসেন (৭০), তার স্ত্রী মোছা. সুফিয়া বেগম (৬০), ছেলে আবুল কালামের মেয়ে মীম (১৫), জাহাঙ্গীর আলমের স্ত্রী মিতু আক্তার (২০), মেয়ে মাহি (৭০), সুরভি আক্তার কলি (২০), লতা খাতুন (১৫) ও রেবেকা খাতুন (২০)।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ব্যক্তিরা জানান, গত শনিবার (২০ জুলাই) রাতে বাবা মোতাহার হোসেনের বাসায় গুড়া দুধে রান্না করা পায়েস খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন রবিবার সকালে ঘুম থেকে জেগে উঠলেও একে একে সবাই অচেতন হয়ে পড়েন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করে দেয়। 

বগুড়ার শেরপুর হাসপাতালের চিকিৎসক ডা. মাহজাবিন আক্তার সাংবাদিকদের জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে ভর্তির পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। এরপর থেকেই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন তারা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর