“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক এস, এম, মোস্তফা কামাল ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এস, এম, মোস্তফা কামাল। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্ততর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দু বিশ্বাস প্রমূখ।
মেলায় বিভিন্ন নার্সারী প্রতিষ্ঠান সহ মোট ৩২টি স্টল অংশ নিয়েছে। সপ্তাহব্যাপী এ মেলায় ফলজ, বনজ ও ঔষুধি সহ বিভিন্ন প্রজাতির গাছ প্রদশর্ন করা হয়েছে। মেলায় ১৪ জন উপকারভুগিদের মধ্যে ৫৮ হাজার ২০০ টাকা করে প্রতেকের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মেলার আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসাণ অধিদপ্তর।
আগামী ২৭ আগস্ট পুরস্কার বিতরণী ও সমাপনি অনুষ্ঠানের মাধ্য দিয়ে মেলা শেষ হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন