২৫ আগস্ট, ২০১৯ ১৪:৩৮

নোয়াখালীতে ধর্ষণের শিকার পরিবারগুলোর মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে ধর্ষণের শিকার পরিবারগুলোর মানববন্ধন

নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিবাগত রাতসহ বিভিন্ন সময়ে গণধর্ষণ ও ধর্ষণের শিকার পাঁচ নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন-সমাবেশ করেছেন। আজ সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন-সমাবেশ করা হয়।

এতে বক্তব্য রাখেন, নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, প্রত্যেকটি ঘটনা প্রায় একই সুঁতোয় গাঁথা। বর্তমান চিত্র সবার ক্ষেত্রে একই। ঘটনাগুলোর পর ৭-৮ মাস পার হলেও বেশিরভাগ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র জমা দেয়নি পুলিশ। ধরা-ছোঁয়ার বাহিরে রয়ে গেছে অনেক আসামি। ফলে আসামি ও তাদের লোকজন মামলা তুলে নিতে নির্যাতিতাদের পরিবার-পরিজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে বাড়ি-ঘর পুড়িয়ে দেয়াসহ হত্যারও হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতা ও তাদের পরিবার। পুলিশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের।

বক্তারা প্রত্যেকটি মামলার অভিযোগপত্র দাখিল, পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্তপূর্বক দ্রুত বিচারকার্য শুরু করার দাবি জানান। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর