ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আহত কিশোর রুয়েল (১৪) মারা গেছেন। রুয়েল নেত্রকোনা জেলার কেন্দুয়ার গোপবাজার এলাকার আব্দুল বারেকের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার সকালে চট্টগ্রামগামী মহানগর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় কিশোর রুয়েল রেল লাইন পারাপারের সময় ট্রেনের নিচে পড়ে তার একটি পা কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল