দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ভবন থাকলেও নেই কোন কার্যক্রম। তাই ভিত্তিপ্রস্তর স্থাপনের কয়েক বছর পেরিয়ে গেলেও ভবনটি পড়ে আছে অযত্নে। জেলার সবকটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন চালু থাকলেও এই উপজেলায় তা চালু না থাকায় যেকোন দুর্ঘটনায় সাহায্য নিতে হয় অন্য স্টেশন থেকে। তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, জনবলের অভাবে এতদিন বন্ধ থাকা স্টেশনটি শিগগিরই চালু করা হবে
জেলার ১৩টি উপজেলার মধ্যে ৬টি তে ৩ তলা বিশিষ্ট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ভবনগুলি নির্মানে ব্যয় হয়েছে ১৩ কোটি টাকা।
বিডি প্রতিদিন/ফারজানা